MENU

Fun & Interesting

সাত সাগরের মাঝি | ফররুখ আহমদ | বিষয় ও শিল্পমূল্য | পাঞ্জেরি কবিতার মূলভাব| অনার্স চতুর্থ বর্ষ বাংলা

Video Not Working? Fix It Now

ইসলামি রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর সাত সাগরের মাঝি Shat shagorer majhi জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের পাঠ্য তালিকায় বাংলা কবিতা-৩ সাহিত্য কোর্সটিতে কবি ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত। এই আলোচনায় কাব্যগ্রন্থটির বিষয়, শিল্পমূল্য অর্থাৎ শব্দ, ছন্দ, ভাষা, রূপক ও প্রতীকধর্মীতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে ১৯৪৪ সনে প্রকাশিত এই কাব্যগ্রন্থ ও পাঞ্জেরি কবিতার মূলভাব নিয়ে। ইসলামি ঐতিহ্যের পুনর্জাগরণই আলোচ্যগ্রন্থের প্রধান উপজীব্য। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা, হেলাল, এখনো ওঠেনি জেগে? #Shatshagorermajhi #পাঞ্জেরিমূলভাব অনার্স চতুর্থ বর্ষের অন্যান্য ক্লাসের লিংক- https://youtube.com/playlist?list=PLWD_U-LnDIvVsMaoikqOEmw5OX9Fwo2s1

Comment