ইসলামি রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর
সাত সাগরের মাঝি
Shat shagorer majhi
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের পাঠ্য তালিকায় বাংলা কবিতা-৩ সাহিত্য কোর্সটিতে কবি ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত। এই আলোচনায় কাব্যগ্রন্থটির বিষয়, শিল্পমূল্য অর্থাৎ শব্দ, ছন্দ, ভাষা, রূপক ও প্রতীকধর্মীতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে ১৯৪৪ সনে প্রকাশিত এই কাব্যগ্রন্থ ও পাঞ্জেরি কবিতার মূলভাব নিয়ে। ইসলামি ঐতিহ্যের পুনর্জাগরণই আলোচ্যগ্রন্থের প্রধান উপজীব্য।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল, এখনো ওঠেনি জেগে?
#Shatshagorermajhi
#পাঞ্জেরিমূলভাব
অনার্স চতুর্থ বর্ষের অন্যান্য ক্লাসের লিংক-
https://youtube.com/playlist?list=PLWD_U-LnDIvVsMaoikqOEmw5OX9Fwo2s1