#gardening
#garden
#plants
#plantcare
#citrus
#citrusplantcare
#lemonplantcare
#লেবুগাছেফুলআসারপরপরিচর্যা
#লেবুগাছেরপরিচর্যা
#লেবুচাষ
লেবু গাছে ফুল আসার পর এই কাজটি করলেই প্রচুর গুটি সেট হবে। লেবু গাছে ফুল আসার পর পরিচর্যা কিভাবে করলে গাছ ভর্তি ফল পাওয়া যাবে এবং লেবু গাছের গুটি হবে সেট হবে ভিডিওতে খুব সহজভাবে দেখিয়েছি। লেবু গাছে যত্ন কি ভাবে করতে হবে তা খুব সহজভাবে দেখিয়েছি। লেবু গাছে কি কি সার,অনুখাদ্য ও ভিটামিন দিলে গুটি সেট হবে ও প্রচুর ফল হবে দেখানো হয়েছে। লেবু গাছে কোন ভিটামিন কি অনুপাতে স্প্রে করলে গাছে ভালো লেবুর উৎকৃষ্ট ফলন পাওয়া যাবে এবং লেবু ফুল থেকে গুটি সেট হবে দেখিয়েছি। লেবু গাছে ফুল আসার পর পরিচর্যা কিভাবে করতে হবে দেখিয়েছি। লেবু গাছের পরিচর্যা এই পদ্ধতিতে করলে খুব সহজেই ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণে ফল আনা যাবে।