গ্রামের হাটে কৃষকের টাটকা শাক সবজী দেশী হাঁস মুরগীতে হাট জমজমাট | Rural Village Market
গ্রামের হাটে কৃষকের টাটকা শাক সবজী দেশী হাঁস মুরগীতে হাট জমজমাট | Rural Village Market
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম একটি গ্রামীন হাট সলপ হাট। হাট বসে সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার। হাটবারে কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত বিভিন্ন শাক সবজী হাটে নিয়ে আসেন পাইকারী ও খুচরা বিক্রয়ের জন্য। সেই সঙ্গে হাটে পাওয়া যায় গৃহস্তের ঘরে পালিত দেশী হাঁস মুরগী। হাটবারে হাটুরেরা হাটে আসেন প্রয়োজনীয় টাটকা পন্য সংগ্রহ করার জন্য। হাট পরিক্রমায় আজ আমরা দেখবো উল্লাপাড়ার গ্রামীন সলপ হাট।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler