গয়হাট্টা হাট পরিক্রমা শেষে টাটকা শাকসবজী রুই কাতল মাছ কিনলাম | গ্রামীন হাট বাজার
গয়হাট্টা হাটটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার পুরাতন ও প্রসিদ্ধ হাট। হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। হাট পরিক্রমায় আজ আমরা এসেছি গয়হাট্টা হাটে। হাটে পাওয়া যায় দেশী হাঁস মুরগী ও রাজহাঁস। হাটে কৃষকেরা নিয়ে আসেন তাদের উৎপাদিত শাকসবজী। হাটবারে হাটে পাওয়া পাওয়া বিলের টাটকা বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। আজ হাট থেকে বাজার সদাই করে নিলাম বাড়ীর জন্য। হাট থেকে কিনলাম টাটকা শাকসবজী ও বড় রুই কাতল মাছ।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler