MENU

Fun & Interesting

সরকারি জাপানিজ কোর্সে ভর্তি পরীক্ষা কিভাবে হয়?| কি কি পরিক্ষা নেয়া হয়? | SFMMTTC Dhaka | I'm Japan🇯🇵

Lokman Ansary 54,389 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

জাপানিজ কোর্সে ভর্তি পরীক্ষা কিভাবে হয়?| কি কি পরিক্ষা নেয়া হয়? | SFMMTTC Dhaka | I'm Japan 🇯🇵 | Japanese language 6 month course N5, N4


শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ ঢাকা এর অধীনে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তির ধাপ➡️

🔊প্রথম ধাপ: নির্দিষ্ট সময়ের মধ্যে ২০/- দিয়ে ভর্তি ফরম উত্তোলন এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ জমাদান। ভূল তথ্য, অপূর্নাঙ্গ আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে স্বশরীরে অফিসে আবেদন ফরম জমা দিতে হবে না। কিন্তূ সংরক্ষণ করতে হবে। আবেদন ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। প্রবেশ পত্রে লিখিত পরীক্ষার তারিখ উল্লেখ থাকলেও সকল আবেদনকারী কে বিজ্ঞপ্তিতে উল্লেখ শারীরিক পরীক্ষার দিন উপস্থিত থাকতে হবে।

🔊দ্বিতীয় ধাপ: শারীরিক পরীক্ষা। শর্তে উল্লেখিত উচ্চতা এবং সেই অনুযায়ী ওজন। দাঁতের যেকোনো সমস্যার স্থায়ী সমাধান। চোখ সুস্থ এবং কালার ব্লাইন্ড না হওয়া। এলার্জিটিক যে কোনো সমস্যা মুক্ত স্কীন। উল্লেখিত দৌড়,পুশ আপ এবং সীট আপ দেয়া সহ সর্বোপরি শারীরিক ভাবে সুস্থ সবল হতে হবে। উত্তীর্ণ পরীক্ষার্থী-ই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

🔊তৃতীয় ধাপ: উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, অংক এবং সাধারণ জ্ঞান এর উপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ পরীক্ষার্থী-ই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

🔊চতুর্থ ধাপ: নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

🔊পঞ্চম ধাপ: চূড়ান্ত ভাবে উত্তীর্ণ পরীক্ষার্থী কোর্সের ভর্তি ফি ১০০০/- পরিশোধ করে ভর্তি হওয়ার সুযোগ পাবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ।
যে কোনো ধরনের আপডেট তথ্যের জন্য পেইজে চোখ রাখুন। এরপরও যদি কোনো প্রয়োজন হয় তাহলে সরকারি বন্ধ ব্যতীত অফিস সময়ে ফোন করুন। Sfmmttc Japanese Fokrul Alom sir 0 1999-909231

বি: দ্র: উপরোক্ত ধাপের যেকোনো সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

BKTTC, SFMMTTC Dhaka, technical mor, darussalam road, Mirpur 1, Dhaka.

Comment