#sujanmedia #baulgaan #jalalgeeti #newbaulgaan
জন্মে যেজন পাপ করে নাই || কবি জালাল উদ্দীন খাঁ || Jalal Geeti || Golam Fazlul Sarkar
জন্মে যে জন পাপ করে না ভাগী নয় যে করুণার
পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।
পাপ না করলে মাফ করবে কি তখতে তুমি বসিয়া
মাফ না দিলে রহমানী নাম যাবে তোমার মুছিয়া।
তবে পুণ্য করে কাজ কি আছে
তোর কাছে হাত পাতিবার।।
দুর্বলের বন্ধু তুমি
সবলের তো কিছুই না।
প্রবল তোরে জনম ভরে
একদিন স্মরণ কর না।
অধম জেনে নেয়গো টেনে
খুলে তোমার রুদ্ধদ্বার।।
কোথায় ছিলাম, কেমনে আইলাম
কেমন ছলেতে
চেষ্টা করে পারলাম না আর
নিগূঢ় তত্ত্ব বুঝিতে।
জীবন গেল জলের স্রোতে
ভাসতে আছি অনিবার।।
কোথায় বা রয়েছ আল্লাহ
কোনো সাগরের তীরে
হাওয়ায় মিশে বেড়াইতেছ
কোনো আকা ফিরে।
মৃত্যু সবার সঙ্গের সাথী
বাতি নিভলে অন্ধকার।।
সমাধির পুণ্য গর্ভে, দেহ যখন হইবে লীন
আর কি বাকী থাকবে আমার আসতে ভবে কোনোদিন।
কাতরে কয় জালাল উদ্দিন
এই খেলা পাতিস না আর।।