বোতল কুরে কি জীবন চলেকষ্টের সংসার সারাদিন না খেয়ে আসেবোতল কুড়ানোর জীবন কঠিন, তবু মানুষ বেঁচে থাকার জন্য লড়ে যায়। সারাদিন খাটাখাটনি করেও যদি পেটে ভাত না জোটে, তাহলে কষ্টটা আরও গভীর হয়।তবে জীবন থেমে থাকে না।