MENU

Fun & Interesting

ওরে চেনা জানা ভন্ড আমি সব লোকে জানে শয়তান || Matal Razzak Dewan#TraditionalMelodies#CulturalHeritag

Deshi Baul Beatsッ 200,056 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

মাতাল কবি রাজ্জাক দেওয়ান এক জন গুনি বেক্তি বাউল স্বাধক তার জন্মো ঢাকার কেরানীগঞ্জের মধ্যের চর আটি বাজার সংলগ্ন তিনি আমাদের দেশের লোকো গানের ভান্ডার ছিলেন তার গানের গুরু তথা ওস্তাদ ছিলেন বাউল স্বাধক খালেক দেওয়ান মাতাল কবি তার কাছ থেকেই হাতে খরি নেন এই মরমী কবি তার জিবনে অগনিত গান রেখে গেছেন এর মধ্যে কিছু জনপ্রিয় গান হলো ঘুম দিয়ে কাটালিরে মন চির কাল মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দারা তোরা জতো মাওলানা সাখি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই ভূল বুঝে চলে জাও জতো খুশি ব্যাথা দাও সুখ পাখিটা গেছে মারা একটা তৃরের আঘাত খাইয়া আদম বানাইতে নিরান্জন ফেরশ্তারা করে ছিলো মাটির আয়োজন শ্যামল বংশি দারি ঘাটে একবার আসি একবার জাই কেগো সুন্দরী তোমার রুপ দেখে মরি জল ভরিয়া জাও সন্ধা বেলা শ্রী মধু সুধনো বিপদ বন্জনো তুমি নারায়ন নারায়ন মরার কোকিলে ধুম চলেছে বেচা কেনা প্রতিমা হবে বিসর্জন নবী এসে ঘুচালেন আধার এরকম আরো অগনীত গান রয়েছে কবির গানের কথা সারা রাত দিন লিখলে ও সেষ হবেনা বাউ গানে মরমী এই কবির অনেক অবদান রয়েছে ;

#baul_song
#baul_gaan
#mp3_baul_gaan
#baul_gaan_mp3
#popular_baul_gaan
#bangla_gaan_mp3
#bangla_baul_gaan
#baul_video
#baul_audio_jukebox
#baul_mp3
#বাউল_গান



গেলো পশুর মতন সারা জনম
যা মনে লয় তাই করি।
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

অন্তর বোঝাই লোভ লালসা
দয়া মায়া কিছুই নাই
ওরে ছলে বলে কল কৌশলে
পরের মাইয়া ঘরে পাই
করি তার সতিত্ব হরন
হইয়া পশুরই মতন
আমি দিয়া পীর আলি বচন
ওলি আল্লার জাত মারি।
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।।

ওরে চেনা জানা ভন্ড আমি
সব লোকে জানে শয়তান
ধোকা বাজি ফটকা বাজি
পীর ধরেছি সাত আট খান
দিয়া গুন্ডামি চালান
হইছি কতই অপমান
ভুলে ডাকে বাজান বাজান
তার পরে জুতার বাড়ি
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

আমার যতো ভক্তবৃন্দ
কোনো সালায় ভালানা
ওরে গরু ছাগল চুরি কইরা
সাইজা বইছে মাওলানা
ওরে ভন্ড পীর আলি
আমার মাল গুদাম খালি
জীবন গেলো তালিবালি
কয়দিন চলে ঝাঁক মারি
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

বাতের বেরাম নাইরে আরাম
তার ওপরে হাপানি
ওরে ক্যাপসুল বড়ি খাইতে খাইতে
শরীরে নামছে পানি
এখন ঘনো বহে শ্বাস
এই দেহের নাই বিশ্বাস
আমার দিনে দিনে দেহ বিনাস
কয় দিন চলে ঝাঁক মারি।
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

মাতাল রাজ্জাকে কয় তেল ফুরাইছে
নিবা যাইতে চায় বাতি
ওরে জমকরা গলে পড়া
ভাবছে রশিদ বয়াতি
তর সামনে যে কয়দিন
বড়ই কঠিন
আজ মরিলে কালকে দুইদিন
থাকবিরে বেটকি ধরি
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

Comment