এই গরমে ক্যামেলিয়া, এজেলিয়া, জারবেরা, ও গোলাপ গাছের সঠিক পরিচর্যা কি হবে দেখে শিখে নিন
#chamelea_plant_care #azalia #rose_plant_care
বেশ কিছু গাছ আমাদের কাছে খুব স্পেশাল যেগুলির পরিচর্যা খুব কঠিন বলে মনে হয়। যেমন এই গরমে তাদেরকে টিকিয়ে রাখতে গেলে খুব অসুবিধা হয় সেই রকম বেশ কিছু গাছ আছে যেমন ক্যামেলিয়া যারবেড়া এজেলিয়া এছাড়া আমাদের সকলের পছন্দের গোলাপ
তাদের নিয়েই আজকে এই ভিডিও ভিডিওতে সবকিছু থাকছে আলোচনা করা হবে যাতে কোন রকম অসুবিধা আপনাদের না হয় কারণ আপনারা প্রকৃত বন্ধু এই চ্যানেলের।
আর এ বছর আপনাদের সকলের কাছে কথা দিয়েছিলাম যে গোলাপের উপর পরপর পরিচর্যা আসবে এই বাগান থেকে।
আজ আবার এসেছি সমস্ত গাছের পরিচর্যা নিতে যাতে খুব সহজেই আপনারা বাগান করতে পারেন অসুবিধা কিছু না হয়। o