MENU

Fun & Interesting

লাল মাকড় আর সাদা মাছির দিন শেষ! ১০০% সমাধান হবে ৩ তিনটি ঔষধ প্রয়োগে✅

Agro one 115,981 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে সবজি ফসলে সাদা মাছি, লাল মাকড়, জাব পোকাসহ , ঢলে পড়া , গাছের বৃদ্ধি কমে যাওয়া, ফুল ও ফল ঝড়ে যাওয়া সহ বিভিন্ন রোগ পোকার আক্রমন বৃদ্ধি আমাদের স্মার্ট কৃষি উদ্যোক্তা ভাইদের অতিষ্ট করে তুলেছে। কিছুদিন আগে কার্যকর ঔষধগুলো এখন প্রয়োগ করে কিছুতেই এগুলো নিয়ন্ত্রনে আসছে না ।

এগ্রো ওয়ানের বিভিন্ন ট্রায়াল প্লটেও উক্ত সমস্যা গুলো পরিলক্ষিত হয়।
সেখানে পরীক্ষা চালানোর পর এগ্রো ওয়ান শতভাগ কার্যকরী একটি সমাধান নিশ্চিত করে, এবং তা বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের প্রয়োগের পরামর্শ প্রদান করেন, যা ব্যবহার করে তারা অনেক ভালো একটা ফলাফল পেয়েছে।
তাই এগ্রো-১ এই প্রেসক্রিপশনটি সারা দেশের কৃষি উদ্যোক্তা ভাইদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে----

👉১ম ডোজ --
টেম্পেস্ট ১০মিলি/ ২০লিটার + ইমিক্সাম ১ পাতা/ ৩ মেশিন + ড্রিল ২০মিলি/২০লিটার

👉২য় ডোজ (গ্রোথ কম, ফুল ও ফল ঝড়ে যাচ্ছে সমস্যার জন্য)
প্রথম ডোজ দেয়ার ২ দিন পর)
ফ্লোরা২ মিঃ/লিটার + কমপ্লেসাল ২.৫ মিলি/ লিটার
অথবা,

শুধু গ্রোথ কম হলে-
NKPS ২ গ্রাম/ লিটার + কমপ্লেসাল ২.৫ মিলি/ লিটার

👉৩য় ডোজ-- (২য় ডোজ দেয়ার ২ দিন পর)
অলিগোমাইসিন ১৫গ্রাম/২০ লিটার (মেশিন পরিস্কার করে প্রয়োগ করতে হবে}

👉প্রতি ৮ দিন পর পর ----
ক্যাবরিওটোপ ৩গ্রাম/ লিটার চ্যাম্পিয়ন ২গ্রাম/লিটার

[বিঃদ্রঃ উক্ত সমাধান আমাদের বাস্তব অভিজ্ঞতা আলোকে দেওয়া হয়েছে। তাই আবহাওয়াও ফসল ভেদে পরিবর্তন হলে রেজাল্ট কম বেশি হতে পারে ]

ফেসবুক পেজ- https://www.facebook.com/agro1bd

📞📞চারা পেতে যোগাযোগ করুন:
০১৩২১৫১০৫০৪
০১৭২৯-৪৩৮৭৪৪
০১৭২০২৬০৮৫৯
পরামর্শঃ ০১৭১৮৪৮৮৯৭৪

#agriculture
#agroone
#modernagriculture

Comment