ছাদ বাগানে এখন আগের মত আর সময় দিতে পারিনা। তাই অযত্নে আমাদের ছাদ বাগানের টমেটো গুলো সব শুখিয়ে যাচ্ছে। টমেটো গুলো ফেলে না দিয়ে সস বানিয়ে রেখে দিলাম। অযত্ন আর অবহেলায় শুধু গাছ পালা না সম্পর্ক গুলোও নষ্ট হয়ে যায়!