হাউজ ড্রাইভার/আমেল মঞ্জিল কাফালা | হাউজ ড্রাইভার পেশা পরিবর্তন | আমেল আইদি | ইকামা ট্রান্সফার
#সৌদিপ্রবাসীদেরখবর #ইকামা #কাফালা
সৌদি প্রবাসীদের অনেকেরই ভিডার পেশা হচ্ছে সোহাগ খাস অর্থাৎ হাউস ড্রাইভার আমেল মঞ্জিল ভিসা অর্থাৎ বাড়ির কাজের লোক।
এই ভিসাগুলো সৌদি গভর্নমেন্ট সৌদি নাগরিকদের ব্যক্তিগত কাজের জন্য দিয়ে থাকে তাই এ ভিসাগুলোর রেসিডেন্ট পারমিট অর্থাৎ আকাম টাকা কম হয়।
তাই অনেক বাংলাদেশী ভাইয়েরা কম টাকায় আকামা করার জন্য এই সকল ভিসা এসে বাহিরে কাজ করেন।
কিন্তু বাহিরে কাজ করলও, ভালো কাজ পান না কারণ হচ্ছে আইনের জটিলতা।
আবার তারা কাফালা ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যেতে হলেও অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়।
এ সকল বিষয়গুলো নিয়ে আজ আমার এই ভিডিওটি।
এছাড়াও আমার অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন।
https://youtu.be/osu7qCrAJTI?si=o8V_g1IMSBcBkY6U
https://youtu.be/KcSh7SGeiSs?si=dYmYEHrajXpVTyvg