"দ্বিতীয় সূচনা"❤️(গল্পের ৩য় অংশ)কাঁধে কারো স্পর্শ পেয়ে মম তাকিয়ে দেখল রাসেল ওর দিকে তাকিয়ে হাসছে।
বিকালবেলা মম তৈরী হয়ে রিয়ানের আগে বেরিয়ে গেল। রিয়ানের চাইছিল না। কিন্তু সন্দেহের তালিকায় পড়ার কোনো ইচ্ছে নেই মমর। মিনহাজকে ফোন করে জানতে পারল ওরা কয়েকজন সমুদ্র পাড়ে আছে। মম ওখানে চলে গেল। ও একটা হালকা নীল আর সাদা রঙে কাজ করা সুতির শাড়ি পড়েছে। হাতে মুক্তার ব্রেসলেট। গলায় রিয়ানের দেওয়া মুক্তোর লকেটটা। কানে সাদা দুল জোড়া। রিয়ান থেকে অনেক বলে উদ্ধার করেছে। দিতেই চাইছিল না। পরে আবার ওকে দুলটা ফেরত দিতে হবে এই শর্তে দিয়েছে। কি যে পেয়েছে দুলটাতে! কোমর পর্যন্ত চুল খোলা রেখেছে। ওকে দেখে অনেকে তাকিয়ে ছিল। মম তৌসিফাকে দেখে ওর কাছে গিয়ে বসল। তৌসিফা ওকে বলল, তোকেই মানিয়েছে এই সাগরপাড়ে। আমরা সবাই বেমানান।
- ধুর।