MENU

Fun & Interesting

আগের মতো কাউয়া ডাক শুনিনা আর টিভিতে |পালাইছে | Ager moto kauwa dak | অনুপম সাংস্কৃতিক সংসদ |onupomtv

Video Not Working? Fix It Now

গান : পালাইছে পালাইছে কথা ও সুর : শফিক আদনান পরিবেশনায়: অনুপম সাংস্কৃতিক সংসদ (সঙ্গীত বিভাগ) শিল্পী: ইয়াছিন আরাফাত সোহেল মাহমুদ জুবায়ের হোসাইন এনায়েত উল্লাহ সাঈফী আব্দুল্লাহ আল মামুন শরিফুল ইসলাম মঈন তামিম হোসাইন আবু তুব্বান জাবির আব্দুল্লাহ হোসাইন বায়েজিদ মাহমুদ আহমেদ সামি নাজমুল হাসান আমিনুল ইসলাম তানজীম হোসাইন শাহরিয়ার নাফিস মুশফিকুর রহমান সঙ্গীত পরিচালনায় : সোহেল মাহমুদ বিশেষ কৃতজ্ঞতা: মঞ্জুরুল ইসলাম জাহিদুল ইসলাম আহমাদ তাওফিক আলা উদ্দিন আবির হেলাল উদ্দিন দেলোয়ার হোসাইন জাকির হোসাইন আতিকুল ইসলাম এবং অনুপমের সকল সাবেক পরিচালকবৃন্দ সহকারী পরিচালনায়: জুবায়ের হোসাইন পরিচালনায়: ইয়াছিন আরাফাত --------------------------------------------------------------------- """""""""" লিরিক্স"""""""""" আগের মতো কাউয়া ডাক শুনিনা আর টিভিতে হাউন আংকেলের ভাত যায়না পাওয়া ফ্রিতে টকশো তে উত্তেজিত কালা মানিক আর হবেনা সংসদে গানের আসর আর দেখতে পাবোনা জনগন লাত্থি দিয়া তাড়াইছে... পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে জালাইছে জালাইছে ১৬ বছর জালাইছে।। ডিম মারতে আরাফাত কে খুজে বেড়ায় হিরো আলম তুরিন আফরোজ চুলকে ব্যাকুল পায়না খুজে লাকি মলম ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতো আমগো পলক বস্তাপচা নায়িকা গুলা দেখায় না আর রুপের ঝলক বিটিভি দেইখা কাইন্দা ভাসাইছে.... পালাইছে পালাইছে কাউয়া কাদের পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে।। গাড়ির ড্রাইভার কোটিপতি প্রশ্নফাঁস কইরা দেশে দরবেশ বাবা আনিস চোরা ধরা পইরা গেছে ফেসে বালু খেকো দিপু মনি কোর্টে খাইলো পঁচা ডিম জনগন রে মুলা দেখায়া হাসু আপায় খাইলো ক্রিম আমগো ঘাড়ে ঋণের বোঝা চাপাইছে... পালাইছে পালাইছে হাসু আপা পালাইছে জালাইছে জালাইছে ১৬ বছর জালাইছে।। #PalaichePalaiche #OnupomTV #পালাইছে_পালাইছে #কাউয়া_ডাক #Palaiche #পালাইছে #KauwaDak #AgerMotoKawaDak

Comment