MENU

Fun & Interesting

জীবন কখনোই সরল পথ নয়, এটি নানা ওঠাপড়ায় ভরা।

Quotes 2.0 134 lượt xem 6 days ago
Video Not Working? Fix It Now

জীবন কখনোই সরল পথ নয়, এটি নানা ওঠাপড়ায় ভরা। কিন্তু, মনে রেখো, সফলতার পথে হাঁটতে হলে কষ্টের পরিশ্রম ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। যখনই তুমি মনে করবে, তুমি আর এগোতে পারবে না, তখনি নিজের ভেতর থেকে এক নতুন শক্তি বের করে আনো। মনে রেখো, তুমি এক অদ্বিতীয় অস্তিত্ব, যে কোনো বাধা পেরিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম।

যে দিনটি তুমি মনেপ্রাণে বিশ্বাস করবে, "আমি পারব," সেই দিনটি তোমার জীবনের অন্যতম সেরা দিন হবে। চেষ্টার ফল একদিন অবশ্যই মিলবে। তুমি যদি একবার পড়ে যাও, তবে আবার উঠে দাঁড়াও। জীবন তোমাকে বারবার সুযোগ দেবে, তবে তোমাকে প্রস্তুত থাকতে হবে।

সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করো, বিশ্বাস রেখো এবং নিজের লক্ষ্যে স্থির থাকো। সফলতা একদিন তোমার হবেই।

Comment