কলা একটি অধিক পুষ্টিমান সম্পন্ন ফল। ”কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত”। এই বচনটি এখনও সত্য বলে প্রমানিত। আর এই কলার চাষটি এখন ও অধিক লাভ জনক। কিন্তু পরিবর্তিত আবহাওয়ায় ব্য়াকটেরিয়া, ছত্রাক ও ভাইরসের আক্রমনে কলার চাষ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর একমাত্র সমাধান হলো জীবাণুমুক্ত চারা করা। আর আমার ল্যাবে উৎপাদিত জীবাণুমুক্ত টিস্যু কালচার লাগান অধিক লাভবান হউন।
#banana #tissue #university_of_rajshahi #bangladesh #রাজশাহী #কলার-চারা #রোগ-মুক্ত-চারা
Contact: +8801556311310 (Prof Dr Md. Anowar Hossain)
Email:[email protected]