বারোমাসি মুলা চাষ পদ্ধতি ও আয় ব্যয়। ব্যবসার আইডিয়া কম টাকায় মুলা চাষ। How to Grow Radish. মুলা চাষ পদ্ধতি ও সুবিধা অসুবিধা। মুলা এক প্রকার সবজি। হাইব্রিড মুলা চাষ আমাদের দেশে দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শীতকালে এই সবজি বেশি চাষ হয়। তবে মুলা এখন আর শীতকালীন ফসল নয়। তিন মৌসুমে সফলভাবে মুলার চাষ করা যায়। মুলা স্বল্পমেয়াদী ফসল হওয়ায় বছরে একই জমিতে ৪ থেকে ৫ বার চাষ করা যায়। মুলা শীতকালীন মৌসুমের চেয়ে অন্য মৌসুমে চাষ করা তুলনামূলক বেশি লাভজনক। বারোমাসি মুলা চাষ অল্প দিনে অল্প পরিশ্রমে এবং কম খরচে লাভজনক হওয়ায় চাষিদের মধ্যে মুলা চাষে আগ্রহ বাড়ছে। মূলা শীতকালের অন্যতম প্রধান সবজি। মূলা সকল শ্রেণীর মানুষের পছন্দের সবজি। মূলা সালাদ, ভাজি ও অন্যান্য তরকারির সাথে ব্যবহার করে খাওয়ার প্রচলন রয়েছে আমাদের সমাজে। মুলার পাতা অনেকেই শাক হিসেবে খেতে বেশি পছন্দ করে থাকেন। মূলার পাতার শাক বেশ পুষ্টিকর। শাকে প্রচুর পরিমানে ক্যারোটিন, ভিটামিন সি,ক্যালসিয়াম ও লৌহ রয়েছে। বিজনেস আইডিয়া অল্প প্রশ্রমে মুলা চাষ অধিক লাভ। লাভজনক ব্যবসামুলা চাষ করে ৩৩ শতক জমি থেকে ৪৫ দিনে ৯০০০০ থেকে ১১০০০০ টাকা আয় করা সম্ভব মাত্র ৩০০০০ থেকে ৩৫০০০ টাকা খরচ করে । বাংলাদেশের কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে নুতন ভাবে আধুনিক চাষে। আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করে সফল হচ্ছে অনেক কৃষক এবং তরুণ উদ্যোক্তা। নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হচ্ছে এই সকল কৃষক ও তরুণ উদ্যোক্তারা। টাকা আয় এর পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই সফল উদ্যোক্তারা বা কৃষকেরা। আধুনিক কৃষি নিয়ে কাজ শুরু করছে অনেক কৃষক। কৃষি খামার বা কৃষি কাজ করে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক যবুতি।
নতুন প্রতিবেদন পেতে:
YouTube Channel: http://www.youtube.com/c/কৃষিকথা
Facebook Page: https://www.facebook.com/HatBazarEcommerce
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম:
Email: [email protected]
Mobile: 01799909122 (বিকাল ৫টা থেকে রাত ১০ টা)
উদ্যোক্তার সাথে যোগাযোগের ঠিকানা:-
উদ্যোক্তার নাম: নওশের বিশ্বাস।
গ্রাম: শাহবাজপুর, উপজেলা: যশোর, জেলা: যশোর
সতর্কতাঃ
শুধুমাত্র YouTube এ প্রতিবেদন দেখেমুলা চাষ ব্যবসা শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে অথবা প্রাণিসম্পদ অফিসের পরামর্শ নিয়ে শুরু করা উচিত।
#বারোমাসিমুলা
#ব্যবসারআইডিয়া
#How_to_Grow_Radish
#KrishiKotha
#youtubevideo
#farming
#agriculture
#viralvideo
#চাষপদ্ধতি
ব্যবহৃত ট্যাগ:
বারোমাসি, মুলা চাষ, মুলা চাষ পদ্ধতি, ব্যবসার আইডিয়া, ব্যবসার আইডিয়া কম টাকায়, How to Grow Radish, How to Grow, Grow Radish, চাষ পদ্ধতি, বারোমাসি মুলা চাষ, হাইব্রিড মুলা চাষ, আগাম মুলা চাষ, মুলা শাক, সবজি চাষ, নতুন ব্যবসার আইডিয়া, বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা, লাভজনক ব্যবসা, সহজ পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে, বিজনেস আইডিয়া, কৃষি কথা, বাংলাদেশের কৃষি, আধুনিক কৃষি, Growing Radish, Radish, vegetable farming, radish plant, winter radish, white radish, Krishi Kotha