লোকগীতি ও বাউল গানের সবগুলো বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছে এখানে। ভিডিওটিতে জানতে পারবেন কিভাবে এবং কোথায় কম দামে বাদ্যযন্ত্র কেনা যায়।।
এখানে যেসব বাদ্যযন্ত্র আছে তা হলো,
একতারা,
দোতারা,
সারিন্দা,
ঢোল,
তবলা,
গিটার,
বাঁশি,
খঞ্জনি,
বেহালা,
ডুগডুগি ,
নিতম্ব ,
খমক,
কিঠি ঢোল,
হাত বয়া সহ আরো কয়েক রকম বাদ্যযন্ত্র।
আপনারা চাইলে বিক্রেতাকে ফোন করে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাদ্যযন্ত্র কিনতে পারবেন।
ভিডিওটির ভেতরে বিক্রেতার নাম্বার এবং ঠিকানা দেওয়া হয়েছে ৷
বাগেরহাট খানজাহান এর মাজার সংলগ্ন বাদ্যযন্ত্রের এই দোকানটিতে দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পী ও বয়াতিরা বাদ্যযন্ত্র কিনতে আসেন ৷
Follow on Facebook: https://www.facebook.com/shohid.bgt
#shohidul #instrument #music #folkmusic #Bangladesh