MENU

Fun & Interesting

বিদেশি ভ্যারাইটি বাছাই করা সেরার সেরা ফলের গাছ বাড়িতে বসে নিতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন

Green Friends 242,286 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

#nursery_visit #nursary #online_nursery_visit

ফোলের গাছ এখন আমরা সকলে বসাচ্ছি, কারন আমরা জেনে গেছি, ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল গাছ করা সম্ভব, অতি সহজে আমরা সকলেই ফল পাচ্ছি দেখতে পাচ্ছি এক একটি লেবু গাছ আমগাছ জাম গাছ জামরুল গাছ পেয়ারা সবেদা থেকে শুরু করে গাছে টবের মধ্যে ছাদ বাগানে।

আমরা ছাদ ফাঁকা ছাদ গুলি ফাঁকা না থাকে, সেই চেষ্টায় সর্বদা পড়ে যাচ্ছি চেষ্টা করছি ভালো গাছ অরিজিনাল জাত আমরা আপনাদের হাতে তুলে দেব সব সময় বাগান করতে গিয়ে কারো কোন রকম অসুবিধা না হয় সেই দিকে আমরা নজর রাখবো। আগামী দিনে গাছ নিয়ে আমাদের যে লড়াই সেটা সব সময় চলবে কারণ দিনে দিনে বহু গাছ কেটে ফেলা হচ্ছে। সেই পরিমাণ,

ভালো কাজ কিনতে গেলে আমাদের প্রয়োজন ভালো একটি নার্সারি যেখানে বিশ্বাস করে আমরা ভালো গাছ নিতে পারব। আপনাদের চ্যানেল সব সময় সেই কাজই করে যায় কোন কোন সময় আমরা দেখায় একদম জলের দামে গাছ আবার কোন নার্সারি থেকে আমরা গিয়ে কোন গাছের দাম বলি না কারণ সেই সমস্ত নার্সারির মালিক বারণ থাকে আমাদের কিছু করার থাকে না। যে নম্বর দেওয়া থাকে ওখানে ফোন করে সমস্ত গাছের দাম জেনে তারপরে অর্ডার করতে হবে।

এছাড়া রোজ দুপুর একটায় নতুন ভিডিও পাবেন একটু ফলো করলে ভালো বাগান করা আমাদের সকলের পক্ষে সম্ভব।

Comment