যাকে জিবন সাথী হিসেবে চেয়েছিলাম সে জিবন সাথী হিসেবে চেয়েছে অন্য কাউকে,আর যাকে চাইনি সে চেয়েছে আমাকে.
যাকে জিবন সাথী হিসেবে চেয়েছিলাম সে জিবন সাথী হিসেবে চেয়েছে অন্য কাউকে,আর যাকে চাইনি সে চেয়েছে আমাকে,হিসাবটা বড্ড বেমানান!!
এক মাস আগের কথা,দুই বছর রিসেশনের পর সে আমায় বলতেছে,মেঘু আমি তোকে বিয়ে করতে পারবোনা রে,সরি
আমি তার এহেন কথায় সুক্ষ ভাবে তার দু চোখে আমার দু চোখ রাখলাম,ইতিমধ্যেই তার কথাটা আমার কানে ঝুমঝুম করে বাজছে,হৃদয়টা কাঁচের মতো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে।
হ্যাঁ মেঘু আমি সত্যিই বলছি,মা বাবা কেউ তোর আমার সম্পর্ক মেনে নিবে না,এমনি তো তোর বাবা মা ও না।
ওরা জানে তুই আমি শুধু দুজনে চাচাতো ভাই বোন।কিন্তু আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো কিছুই জানে না,আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে।সেটা তো তুই জানিস ওই, আর বাবার মুখের উপরে তো আমি কোনো কথাই বলতে পারিনা তুই জানিসই,এটুকু বলেই থামলো রিদ