এ যাত্রাটা আমার কাছে একটা স্বপ্নের মতো। দক্ষিণ ভারতের কেরালার প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্রময় জীবন সম্পর্কে অনেক শুনেছি, আজ বাস্তবে আমি যাচ্ছি সেই স্বপ্নের রাজ্যে। আরব সাগরের ধার ঘেঁষে আমরা ছুটে চলেছি কেরালার রাজধানী থিরুভানানথাপুরামের উদ্দেশে। পথে পথে ছড়িয়ে থাকা প্রতিটি সৌন্দর্যের রেনু কুড়িয়ে এনেছি চলতে চলতে।
Contact :
[email protected]
#kerala #way_to_kerala #কেরালা #কেরালার_পথে