#BDSongDiary #Priyanka_Sutradhar
গীতার আলোকে লিখা গীতার ভজন গান।
গানের কথা - গীতা মধুময় মনরে গীতা মধুময়।
[ লেখক - ননী গোপাল দেবনাথ।
শ্রীমঙ্গল উপজেলা।
মৌলভীবাজার জেলা।
সিলেট বিভাগ। ]
🌹গীতা মধুময়🌹
কথাঃ ননীগোপাল দেবনাথ।
কন্ঠেঃ প্রিয়াংকা সুত্রধর।
গীতা মধুময় মন রে গীতা মধুময়। ২
অপূর্ব এই গীতার বানী গীতা সুধাময়।।ঐ
দ্বাপরযুগে দিব্য জ্ঞান পাইলেন ধনঞ্জয়। ২
গীতা মধুময় সখি, গীতা মাধব ও হ্রদয়।। ঐ
কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার হইল উদয়।-২
কর্ম জ্ঞান ভক্তির কথা গীতার মাঝে রয়।। ঐ
অষ্টাদশ অধ্যায়ে গীতা, গীতা ব্রহ্মময়।২
সকল যুগেতে গীতা শুধু তত্ত্ব কথা কয়।।ঐ
পাপী তাপি উদ্ধারিতে গীতার লয় আশ্রয়।২
সর্ব গ্রহন্তের সার গীতা, গীতা যে অক্ষয়।।ঐ
ননীগোপাল ভেবে বলে জানিও নিশ্চয়।২
গীতা পাঠ শ্রবণ কীর্তনে জীবন ধন্য হয়।।ঐ
+ ----- + ----- + ---- + ---- + ----- +
Facebook page follow now👇
https://www.facebook.com/Bdsongdiary?mibextid=hIlR13
★ ননী গোপাল দাদার লিখা একদম নতুন গীতার আলোকে গীতার ভজন গানটি আপনাদের কাছে কেমন লাগল, আশা রাখি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আরও নতুন নতুন কীর্তন এর গান পেতে এই চ্যানেলের সাথে থাকুন। জয় গীতা🙏 জয় গীতা🙏 জয় গীতা 🙏।