এডিএল কোম্পানীর ফ্লেকভি গরুর বীজ এক এক জেলায়, অঞ্চলে ভিন্ন দামে বিক্রি হয়। ভুয়া তথ্য দিয়ে এই বীজ চালান করে এই আই কর্মীরা। যার কাছ থেকে যত টাকা পাওয়া যায় তাই নেয়। এই ফ্লেকভি জাতের বীজ ব্যবহার করে গাভীকে মৃত্যুশয্যায়ী বা মৃত্যুর মুখে ঠেলে দিয়েন না। নিজে সচেতন হোন এবং অন্যকে বুঝিয়ে বলুন। বড় জাতের বাছুরের জন্য আপনার ২.৫-৩ লাখ টাকার বকনা/ গাভীকে আজীবনের জন্য মাটি চাপা দিয়েন না।
৫০%-৭৫% এর উপরে গাভীকে বীজ দিয়েন না। আমার মত এমন ক্ষতি যেনো কারো না হয়।