বংশালে অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে খোকনের ব্যতিক্রমী ছাদকৃষি
সম্পূর্ণ অনুষ্ঠান- https://youtu.be/gW_nXBmBZnA
======================================
রাজধানী ঢাকার বংশাল। পুরান ঢাকার ঘন বসতি এই এলাকার ৬ তলা ভবনের উপরে ২ হাজার বর্গফুটের ছাদকৃষি গড়েছেন মাহবুব হোসেন খোকন। ছোটবেলা থেকে পারিবারিক ব্যবসা আর বংশপরম্পরায় নগরে বসতি গড়ে কোনদিন কৃষির কথা মনেই আনেননি। তিনিই এখন কৃষির নেশায় মেতেছেন। মাত্র পাঁচমাসের উদ্যোগে ছাদের ছোট পরিসরটিকে পরিণত করেছেন এক ফসলি ক্ষেতে।
গোটা ছাদকে দু’ভাগে সাজিয়েছেন। একভাগে ফলদবৃক্ষ। অন্যদিকে সবজি ফসল। মাঝখানে গোছানো এক বৈঠকখানা।
সবজির অংশটি পরিচালিত হচ্ছে এ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে। ব্যবস্থাটি স্বয়ংক্রিয় অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে ড্রামে মাছ চাষ করা হচ্ছে। মাছ চাষের এই পানি প্রবাহিত হয় সুপরিকল্পিত কাঠামোতে রোপিত ফসলে, এটিই আসলে অ্যাকোয়াপনিক্স। এখানে ফসল আর মাছ উৎপাদন একসঙ্গে। কৃষির এই উদ্যোগ যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে ফসলের উৎপাদন ব্যবস্থাটিও শতভাগ জৈব উপায়ে।
Facebook: https://fb.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://twitter.com/shykhseraj
Instagram: https://www.instagram.com/shykhseraj
Linkedin: https://www.linkedin.com/in/shykhseraj
#SSERAJ #ছাদকৃষি #RooftopFarming