শীতের শেষে পিঠা মেলায় রকমারী সব পিঠা খেলাম
শীতের শেষে উল্লাপাড়ায় আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। রকমারী সব বাঙ্গালী পিঠার পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন স্টল। বাহারী সব পিঠা এবং বাহারী সব পিঠার নাম। পিঠার মেলা ঘুরলাম আর মজার মজার পছন্দের সব পিঠার স্বাদ নিলাম।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler