সকাল বেলার এই কৃষ্ণ নাম শ্রবণ করলে হৃদয় শীতল হবে,রাধা বিনোদ সম্প্রদায় ||
সকাল বেলার স্নিগ্ধ প্রহরে কৃষ্ণ নামের মধুর ধ্বনি হৃদয়ের গভীরে এনে দেয় শীতলতা ও শান্তি। রাধা-বিনোদ সম্প্রদায়ের ভক্তিমূলক এই সংগীত আপনাকে ভক্তির আনন্দে ভাসিয়ে নিয়ে যাবে। আসুন, পবিত্র এই নামকীর্তনের মধ্য দিয়ে দিনটি শুরু করি কৃষ্ণ প্রেমের আলোয় উদ্ভাসিত হয়ে। হৃদয়কে শুদ্ধ ও শান্ত করতে আজই শোনার আমন্ত্রণ রইল।
#কৃষ্ণনাম #ভক্তিমূলকগান #রাধাবিনোদসম্প্রদায় #সকালেরশান্তি #কৃষ্ণভক্তি #হৃদয়েরশান্তি #বাংলাভক্তিসঙ্গীত #ভক্তিময়সকাল