যেকোন প্রাকৃতিক দুর্যোগময় পরিস্থিতিতে আপনার খামারের গবাদি পশু ও হাঁস-মুরগির সেবায় নিয়োজিত গরীব কর্মচারীদের প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্য কেমন হওয়া উচিত??
একথা অনস্বীকার্য যে, আমাদের গবাদি পশু এবং হাঁস মুরগির খামারের প্রাণ হচ্ছে তথায় কর্মরত কোন স্তরের গরিব কর্মচারীরা। বিশ্বব্যাপী এই ক্রান্তিকাল এই মুহূর্তে আমাদের খামারের সকল কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার দায়িত্ব নৈতিক ভাবেই আমাদের উপর বর্তায়। ওরা সুস্থ এবং নিরোগ থাকলে আমাদের গবাদিপশু এবং হাঁস-মুরগি গুলিও সুস্থ এবং নীরোগ থাকতে পারবে ইনশা আল্লাহ।
অতএব, এই দুঃসময়ে তাদের প্রত্যেকের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সুনজর দেওয়াটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে। এই চরম দুর্দিনেও তারা কিন্তু আমাদেরকে ছেড়ে না যেয়ে বরং আমাদের পাশেই তারা আছে। আমাদের সকল খামার মালিকদের উচিত আমাদের এই স্বজনদেরকে এই মূহুর্তে আরো বেশী বেশী করে খামারে উৎপাদিত নিজস্ব উৎস থেকে একটু বেশী বেশী পুষ্টিযুক্ত খাদ্য নিশ্চিত করা এবং খামারের সকল স্তরে যেকোন উপায়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা। তাদের ব্যক্তিগত স্যানিটেশন এবং খামারের মানসম্মত পরিবেশ বজায় রাখা এই মুহূর্তে সবকিছুর ঊর্ধ্বে অধিক গুরুত্ব দেওয়া উচিত। সংযুক্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।
বিনীত-
ডাঃ মোঃ নূরুল আমীন,
কনসালটেন্ট, রেনাটা এনিমাল হেলথ ডিভিশন, রেনাটা লিমিটেড, বাংলাদেশ,ঢাকা।
এবং
অবসরপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।