MENU

Fun & Interesting

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সংক্রান্ত তোমাদের জিজ্ঞাসা আমাদের উত্তর।

Mindverse 844 10 months ago
Video Not Working? Fix It Now

আসসালামু আলাইকুম,,, Free Exam Group link: https://chat.whatsapp.com/CMJ7Qby3gMi9bD6veGY7gx 🌾🌾গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যত প্রশ্ন🌿🌿🌿 কৃষি গুচ্ছ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুলাই,২০২৪ইং রোজ:শনিবার। কমন কিছু প্রশ্ন যেগুলো প্রায় সবাই করে থাকে তার উপর ভিত্তি করে এখানে এই প্রশ্নের উত্তরগুলো এক সাথে দেয়া হয়েছে। এর বাইরে আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট/ইনবক্সে জানাতে পারেন। ধন্যবাদ। 1.পরীক্ষার মানবন্টন কি? 👉বায়োলজি-৩০ ( বোটানি-১৫+জুলোজি-১৫) ফিজিক্স-২০ কেমিস্ট্রি-২০ ম্যাথ-২০ ইংলিশ-১০ 2.পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে? 👉না,ক্যালকুলেটর ইউজ করা যাবেনা। তাতে ভয়ের কিছু নাই। ক্যালকুলেটর ছাড়া করা যায় এমন ম্যাথই আসবে। 3.প্রতি সাব্জেক্ট এ কি আলাদাভাবে পাশ করতে হবে? 👉না,আলাদা করে পাশ করতে হবে না। এক সাথে কাউন্ট হবে। 4.সেকেন্ড টাইমারদের নাম্বার কাটা হয়? 👉না,কোনো নাম্বার কাটা হয় না। 5. ভর্তি সহায়ক বই কোনটা পড়বো? 👉প্রথমত মেইন বই ভালোভাবে আয়ত্ত্বে আনতে হবে।বেসিক ক্লিয়ার থাকা জরুরি।মেইন বই শেষ হলে প্রশ্নব্যাংক থেকে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। যেই টপিক থেকে বেশি কুয়েশ্চন আসে সেগুলো বারবার রিভিশন দিতে হবে। শুধু নির্দিষ্ট একটি গাইডের উপর নির্ভর করা যাবে না। 6. ম্যাথ কি দাগাতেই হবে? 👉ম্যাথ আবশ্যিক সাব্জেক্ট যার জন্য ২০ নম্বর বরাদ্দ থাকে। এটি দাগালে মার্কস পাবে না দাগালে মার্কস পাবে না। 7. মেডিকেল এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবো? 👉হ্যাঁ,মেডিকেল এর প্রিপারেশন নিলে কৃষির জন্য ম্যাথ বাদে বাকি সাব্জেক্ট এর প্রিপারেশন নেয়া হয়ে যায়। সেজন্য ম্যাথ এর প্রিপারেশন নিতে হবে আলাদা ভাবে গুরুত্ব সহকারে। 8. মেডিকেল এর প্রিপারেশন নিয়ে ম্যাথ কিভাবে করবো? 👉বিগত বছরের প্রশ্ন গুলো বিশ্লেষণ করলে দেখা যায় ম্যাথ থেকে প্রায় সেইম প্যাটার্ন এরই প্রশ্ন এসে থাকে। প্রতি চ্যাপ্টার থেকে যেই ধরনের ম্যাথগুলো বেশি আসে সেগুলো আগে ভালোভাবে আয়ত্ত্বে আনতে হবে। বইয়ের সব সূত্র মুখস্ত থাকতে হবে। সাইজে ছোট ম্যাথ গুলো প্র‍্যাক্টিস করতে হবে। ইম্পরট্যান্ট কিছু ম্যাথ থাকে সব চ্যাপ্টার এ সেগুলোও বারবার প্র‍্যাক্টিস করতে হবে। 9. এ ইউনিট এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবো? 👉হ্যাঁ পারবেন। তার সাথে প্রশ্নব্যাংক থেকে প্রশ্নের প্যাটার্ন দেখে সলভ করে নেয়া ভালো। 10. কত পেলে চান্স পাবো? সেফ জোন কতো? 👉এখানে নির্দিষ্ট কোনো নাম্বার নেই। প্রশ্নের উপর ডিপেন্ড করে। প্রশ্ন সহজ হলে বেশি নাম্বার লাগবে আবার প্রশ্ন কঠিন হলে কম নাম্বার দিয়েও চান্স হয়ে যায়। তবে এভারেজ সেফ ১০০ মধ্যে জোন ৬০+ মিনিমাম টার্গেট রাখতে হবে। টার্গেট সব সময় বেশি রাখাই ভালো। 11. সাব্জেক্ট চয়েজ এ ভার্সিটি প্রায়োরিটি দিবো নাকি সাব্জেক্ট? 👉দুটোকেই মাথায় রেখে সাব্জেক্ট চয়েজ দেয়া উচিত। ভালো সাব্জেক্ট গুলোর ভার্সিটি চয়েজ লিস্টের ফার্স্ট এ রেখে ক্রমান্বয়ে নিচের দিকে আসা ভালো। 12. ইংরেজির জন্য কিভাবে প্রিপারেশন নিবো? 👉বেসিক গ্রামারে ভালো দক্ষতা থাকার পাশাপাশি প্রশ্নব্যাংক সলভ করে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলোর উপর আয়ত্ত্ব আনুন। বিসিএস এর বিগত বছরের ইংরেজি প্রশ্নগুলোও দেখতে পারো। 13. সমন্বিত পরীক্ষায় মিনিমাম কত সিরিয়ালের ভিতরে থাকলে বাকৃবিতে কৃষি,ভেটেরিনারি, ফিসারিজ,অ্যানিম্যাল হাজবেন্ড্রি সাবজেক্ট পাওয়া যায়?? 👉সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বশেষ বাকৃবিতে,,,,,, 🌾🌿 কৃষি ~ ৫০০+ 🐂🐴 ভেটেরিনারি ~ ৭৩০+ 🐬🐟 ফিসারিজ ~ ১২০০+ 🐓🐥 অ্যানিম্যাল হাজবেন্ড্রি ~ ২০০০+ বাকৃবিতে ৩০০০+ এর মধ্যে থাকলে যেকোনো সাবজেক্ট পাওয়া যাবে। প্রত্যেক বছর কম বেশি হতে পারে। সবার জন্য শুভ কামনা রইলো💓💞💓💞 agriculture university admission 2024 agri guccho circular 2024 agri guccho preparation agri guccho cut marks 2023 agri english preparation agriculture practical ssc 2024 agriculture university agriculture agriculture ssc 2024 suggestion agridevelop plus earning app agriculture practical agricultural engineering agri guccho preparation 2024 agriculture farming agri guccho circular 2024 agri guccho preparation agri guccho cut marks 2023 agri guccho preparation 2024 agri guccho circular 2023 agri gst update 2024 agri gst agri guccho agri guccho update agri guccho subject agri gst update agri guccho university list agri guccho gpa agri gpa agri guccho circular 2024 agri guccho preparation agri guccho cut marks 2023 Yo agri guccho preparation 2024 agri guccho circular 2023 agri guccho agri guccho update agri guccho subject agri guccho university list agri guccho gpa agri guccho circular agri guccho manbonton agri guccho apply 2024 agri guccho english

Comment