বন্ধে বাজায় বাঁশি দিবানিশি... সিলেট অঞ্চলের বিখ্যাত একটি ধামাইল গান। Sylheti Dhamail Song.
Rumpa Biswas of Sunamganj district and her The group performed a wonderful dhamail song
সুনামগঞ্জ জেলার রুম্পা বিশ্বাস ও তার দল চমৎকার একটি ধামাইল গান পরিবেশন করে।
ধামাইল গান পূর্ণজাগরণের লক্ষ্যে গ্রামীণ পরিবেশে এই ধামাইল গান উপস্থাপন করা হয়।সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার রুম্পা বিশ্বাস ও তার দল এই গানটি পরিবেশন করেন ।
আবহমান গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ধামাইল গান তৃণমূল থেকে সংগ্রহ করে এই চ্যানেল এর মাধ্যমে পরিবেশন করা হয়। যা ধামাইল প্রেমিদের দারুন ভাবে উৎসাহিত করে আর লুপ্তপ্রায় এই লোকজ ঐতিহ্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের জনগনকে আরো একবার তাদের লোকজ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার একটি সুযোগ সৃষ্টি হয়।