MENU

Fun & Interesting

যাদবপুর, ঠিক কী হয়েছিল?

Video Not Working? Fix It Now

হ্যাঁ যাদবপুর নিয়েই কিছু কথা বলবো। তিন দিন পরে কেন? কারণ আমি বুঝে ওঠার চেষ্টা করছিলাম ঠিক কী হয়েছে। আসলে কীছু একটা হলেই মানুষ একটা চটজলদি প্রতিক্রিয়া দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রতিক্রীয়া এক ধরনের প্রি কনসিভড আইডিয়া থেকেই পরিচালিত হয়। আমার মাথায় যে সেট অফ ইনফরমেশন আগে থেকেই ছিল, বা আমার মাথায় যে সব ধারনা গুলো আছে তারই ভিত্তিতে একটা প্রতিক্রিয়া বের হয়ে আসে, সেই ঘটনার পুংখানুপুংখ বিশ্লেষনের বদলে তা হয় এক গতানুগতিক প্রতিক্রিয়া। একজন তৃণমূল কর্মীর ঘরে আগুন লাগানো হলে একজন তৃণমূল নেতা বা অন্য কর্মীর প্রতিক্রিয়া, একজন সিপিএম নেতা কে মারধর করা হলে একজন সিপিএম নেতা বা কর্মীর প্রতিক্রিয়া হল সেই ধরনের এক চটজলদি গতানুগতিক প্রতিক্রিয়া। অন্য প্রতিক্রিয়া হল আনুগত্য প্রমাণের দায়, যা আমরা জানি, যা না দেখালে মেটিরিয়াল লস হয় বা হতে পারে। কিন্তু একজন সাংবাদিকের এর উর্ধে থেকেই কথা বলা উচিত, একজন রাজনৈতিক বিশ্লেষক তো এর উর্ধে উঠেই এক প্রতিক্রিয়া দেবেন, ঘটনার বিশ্লেষণ করবেন, তাতে একটু সময় লাগে, আমিও দিন দুই সময় নিয়েছি। গতকাল এক আলোচনাতে ডেকেছিলাম প্রবীর বিশ্বাস, অর্ক ভাদুড়ি, ডাঃ সিদ্ধার্থ গুপ্ত কে, এরমধ্যে অসংখ্য সাংবাদিক, ছাত্র আন্দোলনের নেতা, তৃণমূল বা বাম রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছি এবং বোঝার চেষ্টা করেছি, বিষয়টা কী? কেন এই ঘটনা ঘটলো? কারা এই ঘটনার জন্য দায়ী এবং এই ঘটনার প্রভাব কতদুর পর্যন্ত পড়বে। আজ সেই নিয়েই আলোচনা করার আগেই যা বলবো তা হল যাঁরা এই আলোচনাতে আগ্রহী তাঁরা চোখ বুঁজে একবার ভাবুন যে আহত নয়, যে ভাবে সেদিন গাড়ি বের হয়েছে, ড্রাইভার ভয় পেয়ে যাক, মন্ত্রীর শরীর খারাপ সেই তারা থাকুক, যে কোনও কারণে যে ভাবে গাড়ি বেরিয়েছে তাতে যদি একজন ছাত্র মারা যেতেন, কয়েকজন গুরুতর আহত হতেন তাহলে আজকের কলকাতা বা বাংলার রাজনৈতিক আবহ ঠিক কেমন হতো। আর জি কর সামলে রাজনৈতিক অবস্থার পুরো নিয়ন্ত্রণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ২০২৬ টার্গেট করে মাঠে নামছেন, আর জি কর ইস্যুকে কোনও ভাবেই না দাঁড় করাতে পেরে বাম নেতারা যখন হাত কামড়াচ্ছেন, হাতে আরও কিছু টাটকা ইস্যু চাই, এরকম ইচ্ছে নিয়ে ওঁত পেতে বসে আছে আছে বিজেপি, তখন এরকম কিছু ঘটলে তার প্রভাব নিয়ে কোনও গবেষণা করার দরকার হতো না। আপনি বলতেই পারেন যে কিছু তো হয় নি, মাসির গোঁফ তো গজায় নি তাহলে মাসিকে মেসো বলবো না পিসে তা নিয়ে আলোচনার কি কোনও দরকার আছে? আছে বৈকি। এরকম পরিস্থিতি কে মোকাবিলা না করতে জানলে, এরকম অবিমৃষ্যকারী কাজের আলোচনার দরকার আছে বৈকি।

Comment