ঈদ ধামাকা ২০২২। ঈদ উপলক্ষে প্রান্তিক খামারী আলেপ চাচার পালন করা বিশাল বিশাল ষাঁড় গরু
২০২২ সালের ঈদ উল আযহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রান্তিক খামারীরা পালন করছেন বড় বড় সুন্দর সুন্দর ষাঁড় গরু। সেই সব সুদর্শন দেখার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে। আজ আমরা এসেছি পাবনা জেলার আতাইকুলার বিলকুলা গ্রামে। এখানে প্রান্তিক খামারী মোঃ আলেপ শেখ পালন করছেন বিশাল বিশাল দুটি ষাঁড় গরু। আজ আমরা সেই সুদর্শন গরু দুটি দেখতে এসেছি আলেপ চাচার খামারে।
খামরী: মোঃ আলেপ শেখ
বিলকুলা, আতাইকুলা, পাবনা, ফোন নঃ 01307-919291
আপনাদের সফলতার গল্প সম্প্রচার করতে যোগাযোগ করুন 01717-821712 নম্বরে।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler