মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ কিরীটেশ্বরী। শোনা যায়, নাটোরের রানি ভবানী এই মন্দির তৈরি করেছিলেন। এখানে একসময় বৌদ্ধ তান্ত্রিকদের রমরমা ছিল। আজও তার প্রমাণ রয়েছে।