আমাদের সবার জীবনে এমন ঘটনা ঘটেছে যে, কেউ আমাদেরকে অপমান করেছে কিংবা কোনো বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। এমনকি আমরা যদি কারো সঙ্গে কখনও তর্কে লিপ্ত না হই এবং সামান্য পিপড়ারও কোনো ক্ষতি করে নাও থাকি তারপরও এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অপরকে মানসিকভাবে কষ্ট দিয়ে তৃপ্তি পায়। তারা তাদের বিষাক্ত আচরণ দিয়ে আমাদের উত্তেজিত করে তোলার চেষ্টা করে। কিন্তু আমাদেরকে এ ধরনের আচরণ ও অপমানের মোকাবিলায় ধৈর্য ধরতে হবে এবং উত্তেজিত হওয়ার পরিবর্তে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে। এক্ষেত্রে আজ আমরা এমন একজনের দিকনির্দেশনা তুলে ধরব যিনি ছিলেন এই বিষয়ে একজন দক্ষ মানুষ। তিনি জীবনে বহুবার বহুভাবে অপমানিত হয়েছেন কিন্তু কখনও ভেঙে পড়েননি। তিনি আর কেউ নন। চার্লি চ্যাপলিন। বিংশ শতাব্দির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যিনি বিভিন্ন অপমানজনক আচরণকে কমেডি আকারে মানুষের সামনে তুলে ধরেছেন।