কোরিয়াতে আসার আগে প্রত্যেক ভাইয়ের জানার ইচ্ছা থাকে যে, কোম্পানিগুলোতে কেমন কাজ করতে হয়। যদিও আমার এই কাজ খুব একটা বিপদজনক, নোংরা এবং খুব কঠিন নয়। তবে একটানা দীর্ঘ সময় করার কারনে শরীরের বিভিন্ন অংশ ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি।
আমার দেশের ভাইদের জন্য ভিডিওটি করা।
ধন্যবাদ
#কোরিয়াতেকাজ #কোরিয়ানকাজ #কোরিয়াতেচাকুরী #দক্ষিনকোরিয়া #ইপিএস #বোয়েসেল #উৎপাদনশিল্পকোরিয়া