বস্তায় আদা চাষের পদ্ধতি। মাটি প্রস্তুত থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সকল তথ্য এক প্রতিবেদনে। কৃষক কৃষাণী।
অল্প জায়গায় কম খরচে অধিক ফলন পাওয়া সম্ভব বস্তায় আদা চাষে। দিন দিন চাষিদের কাছে জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ। ফলে প্রতি বছরেই বারতেছে এই পদ্ধতিতে চাষাবাদ। আপনি যদি বস্তায় আদা চাষ করতে চান, এবং বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত থেকে ফসল তোলা পর্যন্ত সকল তথ্য পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। না টেনে সম্পূর্ন ভিডিওটি দেখুন।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের অবসর প্রাপ্ত অধ্যক্ষ্য স্যার বিজন কৃষ্ণ মৃধা গত বছর পরিক্ষামুলক চাষ করেছিলেন বস্তায় আদা। এবছরে তিনি বানিজ্যক ভাবে চাষ করতেছেন আদা।
বস্তায় আদা চাষের প্রধান কাজ হলো সঠিক নিয়মে মাটি প্রস্তু ,যদি আপনি সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুত করতে পারেন তাহলে ধরে নিন আপনি অনেকাংশে সফল। এছারাও কি জাতের আদা রোপন করবেন, কখন রোপন করবেন, কি কি পরিচর্যা নিলে সঠিক ফলন পাওয়া সম্ভব যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।
আপনার কোন মতামত থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্টে।
ধন্যবাদ।
কৃষক কৃষাণী ফেসবুক পেজ-
https://web.facebook.com/krishokkrishani22
কৃষক কৃষাণী ফেসবুক গ্রুপ-
https://web.facebook.com/groups/839711180341675
#বস্তায়_আদা_চাষ #কৃষক_কৃষাণী #আদাচাষ