এক রাজার গল্প: যে নিজের সন্তানকে জঙ্গলে রেখেছে রেখে আসে
এই গল্পে এক রাজা তার সন্তানকে অশুভ মনে করে মেরে ফেলার আদেশ দেয় । কিন্তু জল্লাদ বাচ্চাটিকে না মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসে । তখন সে জঙ্গলে বাঘেদের কাছে বড় হতে থাকে ।
এরপর আবার সে তার রাজপ্রাসাদের ফেরত আসে এবং তার রাজ্যকে থেকে রক্ষা করে।