ইনসুলেটর কত প্রকার এবং কোন ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয় ।। Insulator Type and Their Uses
ইনসুলেটর হলো এক ধরনের অপরিবাহী বস্তু যা ওভারহেড লাইনের কন্ডাকটরকে ধরে রাখতে এবং পোল বা টাওয়ারের ক্রস আর্মসহ অন্যান্য ধাতব অংশ থেকে কন্ডাকটরকে বিচ্ছিন্ন রাখতে ব্যবহার করা হয়।
পিন টাইপ ইনসুলেটর:--
যে সকল ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ টেলিগ্রাফ বা ইউটিলিটি ওভারহেড লাইনে বিভিন্ন কন্ডাক্টর বা ক্যাবল কে ধরে রাখতে এবং অন্যান্য ক্যাবল থেকে আলাদা রাখতে ব্যবহার করা হয় তাকে Pin Type Insulator বলে।
শ্যাকল টাইপ ইনসুলেটর:--
সাধারণত কম ভোল্টেজ ২৩০ / ৪০০ এর বিতরণ লাইনে ( Shackle Type Insulator) ইনসুলেটর ব্যবহার করা হয়। এই ইনসুলেশন দুইটা পজিশনে স্থাপন করা যায় আনুভূমিক ও উলোম্বোভাবে।
সাসপেনশন টাইপ ইনসুলেটর:--
সাসপেনশন টাইপ ইনসুলেটর সাধারণত ১১ কেভি থেকে ২৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ক্যাবল পোল বা টাওয়ারে আটকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়।Suspension Type Insulator কে ডিক্স ইনসুলেটরও বলা হয় কারণ দেখতে অনেকটাই ডিক্স এর মত।
পোস্ট টাইপ ইনসুলেটর:--
পোস্ট ইনসুলেটর সাধারণত সাব-স্টেশন বা জেনারেশন স্টেশন যেখানে সুচিং ডিভাইস বা সিটি পিটি থাকে সেখানে ব্যবহার ককরা হয় Post Insulator খুব মজবুত হয়ে থাকে।
স্ট্রেইন টাইপ ইনসুলেটর:--
স্ট্রেইন ইনসুলেটর দেখতে অনেকটা সাসপেনশন টাইপ ইনসুলেটর মত দেখা যায়। তবে Strain Insulator মূলত স্প্রিং এর মতো কাজ করা যা বাতাসের কারণে ভাইব্রেশন হলে ক্যাবল জাম্পিং করে ট্রান্সমিশন লাইনে বাঁকানেওয়া ও স্পান বেশি স্থানের হলে স্ট্রেইন ইনসুলেটর ব্যবহার করা হয়।
গাই ইনসুলেটর:--
গাই ইনসুলেটর মূলত বৈদ্যুতিক খুঁটিতে যে টানা দেওয়া হয় সেই টানা ওয়্যার এর মাঝে ইনসুলেটর হিসাবে কাজ করে। গাই ইনসুলেটর (Gay Insulator) একটি উচ্চ মানের ইনসুলেটর হেভি টান শহনের জন্য তৈরি করা হয়েছে। যা সর্বদায় বৈদ্যুতিক খুঁটিকে সোজা রাখার জন্য ব্যবহার করা হয়।
Please Subscribe my channel @banglatech023
#insulator #insulators #substation #transformer #electricalwork #housewiring #electricalengineering #stardelta #viral