MENU

Fun & Interesting

ইদু বয়াতির "হরমুজ বাদশার কিচ্ছা-সৎমার কাহিনী"

Amena Khatun Moni 21,260 lượt xem 8 months ago
Video Not Working? Fix It Now

১৯ মার্চ ২০২৪, শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষ্যে ছায়ানট আয়োজন করেছিল "দেশ ঘরের গান"। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জামালপুরের জেলার বকশীগঞ্জের দেওয়ার শর নুবাসী বিখ্যাত কিচ্ছা-গীত এর স্রষ্টা " ইদু বয়াতি ও তার দল"। আমরা বিবর্তন যশোরের শিশুবাহিনীকে আমাদের লোকজ সংস্কৃতির বলিষ্ট ধারা কিচ্ছা পালা দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখানে থেকে ধারণকৃত কিছু অংশ সকলের জন্য শেয়ার করলাম। কৃতজ্ঞতা ছায়ানটের প্রতি লোকজ ঐতিহ্যকে আমাদের সামনে তুলে ধরার আয়োজনের জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা" ইদু বয়াতি ও তার দল"কে। জীবন যুদ্ধে শত অভাব কষ্টের মাঝেও প্রাণের টানে মাটির গান আঁকড়ে ধরে থাকার জন্য।

Comment