মুঘল সাম্রাজ্যের পরতে পরতে লুকিয়ে আছে রহস্যময় ইতিহাস। যে ইতিহাসের সন্ধানে এবার আমি গিয়েছিলাম ভারতের মধ্য প্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিওর।
সেখানে গিয়ে আমি এমন কিছু দেখেছি-যা কোন দিন কল্পনাও করিনি। তেমনই এক ইতিহাসের সাক্ষী হয়েছি, সেখানার এক বিলাশবহুল প্রাসাদের অন্দরে। ছয় তলা বিশিষ্ট সে এক বিশাল প্রাসাদ। যার প্রতিটি দেয়াল মোড়ানো রাজকীয় নকশা দিয়ে। কিন্তু এই অনিন্দসুন্দর প্রাসাদের নিচে, একেবারে মাটির গভীরে- আমি এমন এক জায়গায় গিয়েছিলাম-যা কোন দিন ভুল তে পারবো না। সেখানে গিয়ে যা কিছু দেখেছি-তার সবই তুলে ধরেছি এই ভিডিওতে।
মুঘলদের ভয়ানক আয়নাঘর | যে গোপন সত্য আপনি জানেন না Unknown History of Gwalior Fort India | গোয়ালিয়র ফোর্ট গোয়ালিওর দুর্গ | Secrets History of Mughal Empire
ভয়ংকর কেল্লা | সৌন্দর্যের আড়ালে লৌমহর্ষক ইতিহাস | Unknown History of Gwalior Fort India
Gwalior fort India | Marvels & Mysteries | Visit & History | Full Documentary Bangla | গোয়ালিয়র