MENU

Fun & Interesting

বাথরুমে ১০ দিন পড়ে ছিলেন উত্তম মজুমদার | ম*রদেহ হস্তান্তরে পরিবারের খোঁজে সিটি | প্রবাসী টিভি

Probasi TV 46,436 3 days ago
Video Not Working? Fix It Now

উত্তম মজুমদার নামে এক বাংলাদেশীর আত্মীয় পরিজনের খোঁজ করছে নিউ ইয়র্ক সিটির চিফ মেডিকেল এক্সামিনারের অফিস। নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এই অফিসের একটি ইমেইল বার্তার সূত্র ধরে প্রবাসী টিভি খুঁজতে নামে উত্তমের পরিবারকে। দুইদিনের চেষ্টায় কোনও সাফল্য আসেনি। এই ভিডিও শেয়ার করে উত্তম মজুমদারের পরিবারকে খুঁজে পেতে সাহায্য করতে পারেন। ২৭ জানুয়ারি উত্তমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি থাকতেন কুইন্স বরোর ফ্লাশিঙে। তার নাম, বসবাসের ঠিকানা আর জন্মতারিখের বেশিকিছু জানাতে পারেনি সিটি কর্তৃপক্ষ।

Comment