কুরআন মানতেই হবে! হাদিস মানা যাবে না, সুন্নাত ও হাদিসের মধ্যে পার্থক্য কি? Br Rahul Hossain মসজিদ আত' তাক্বওয়া কুমার পাড়া সিলেট বক্তব্যের বিষয় হাদিস মানা যাবে না? শুধু মাত্র কুরআন মানতেই হবে। তার সঠিক ব্যাখ্যা ও জবাব!
youtube link= https://youtu.be/lRP7snN7CJI
(2) দেওবন্দী আলেম লুৎফর রহমান ফরাজী সহ তাদের দাবি হাদিস মানা যাবে না! হাদিস সহিহ হলেও মানা যাবে না! সুন্নত মানতেই হবে। তার সঠিক ব্যাখ্যা ও কুরআন সুন্নার দলিল সহ জবাব। youtube https://youtu.be/ikOb38egNoM
(3) হাদিস কখন থেকে লেখা শুরু হয়েছে এবং সর্ব প্রথম হাদিস কে লেখা আরম্ভ করেছে? এবং কত হিজরীতে হাদিস লেখা হয়েছে, হাদিসের প্রথম লেখক কে? Br Rahul Hossain( Ruhul Amin) মুর্শিদাবাদ ভারতের বক্তা।
পরিবেশনা ও ইডিটর, মানবতার মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রশ্নোত্তর পর্ব। https://youtu.be/gNdYa9ye0XQ
-------------------------------- AGS Media----------------------------------
আস্সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবারাকাতুহু সম্মানিত দ্বীনিভাই ও বোনেরা আপনাদের সবাইকে AGS Mediaতে স্বাগতম। 🍀⚘🌻🌷🌹🌼💐🌺🍀⚘🌷🌻🌼💐🌹
আমাদের AGS Media রাজনৈতিক দল বা সংগঠনের আওতাভুক্ত নয়। AGS Media মানবতার মুক্তির লক্ষ্যে কোরআন ও সহিহ সুন্নার দাওয়াত প্রচার করে চলেছে।
এই মিডিয়া শিরিক ও বিদআত মুক্ত ।
সঠিক দ্বীনের দাওয়াত প্রচারের মাধ্যম AGS Mediaর লক্ষ উদ্দেশ্য। কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে বাংলার সর্বস্তরের জনগনের সম্মুখে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরা!
AGS Media র লক্ষ উদ্দেশ্য কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে ইবাদতের পথ দেখিয়ে সবাইকে সচেতন করা।
ইসলাম বহির্ভুত কর্মকান্ড থেকে সবাইকে সতর্ক করা।
আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে জন সম্মুখে সঠিক ইসলামের দাওয়াত উপস্থাপনের একটি মাধ্যম AGS Media
AGS Mediaর মাধ্যমে ইসলাম সম্ভন্ধে মানুষের ভুল ধারনা দুর করা।
কোনো দল,মত গোষ্ঠি জাতি এবং ব্যক্তিকে সমর্থন/আক্রমন না করা! কোরআনের আয়াত ও সহিহ হাদিসের মাধ্যমে দাওয়াত প্রচার করা।
ধর্মিয় অনুবতিতে কাউকে আগাত করা বা হিংসাক্তমলক কথা না বলা বিভ্রান্তিকর কোনো মত প্রচার না করা AGS Mediaর মুল লক্ষ উদ্দেশ্য।
সম্মানিত দ্বীনীভাই ও বোনেরা দাওয়াতী কাজে আমরা সর্ব অবস্থায় আপনাদের সহযোগিতা চাচ্ছি তা হতে পারে বুদ্ধি পরামর্শ লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনাদের সহযোগীতা করা
★আমাদের AGS Media ইউটিউবে ভিজিট করুন★
https://www.youtube.com/AGSMedia
★আমাদের ফেইসবুক পেইজে ভিজিট করুন★
https://www.facebook.com/AGSMedia1
★আমাদের টুইটারে ভিজিট করুন★
https://www.twitter.com/AGSMedia2