কলা চাষ করে ২ লক্ষ টাকা আয় ৪২ শতকে ১ বছরে। চাষ পদ্ধতি ও আয় ব্যয় চাপা কলা। চাপা কলা চাষ অধিক লাভ সঠিক পরিচর্যা করতে পারলে। Banana Farming in Bangladesh. চাপা কলা একটি বারো মাসী ফল এবং বহু পুষ্টিগুণ সম্পন্ন। বাংলাদেশের কৃষি এবং কৃষকের উৎপাদিত বিভিন্ন ফলের মধ্যে কলার উৎপাদনই সবচেয়ে বেশি। বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো কলা চাষ। গ্রামের ব্যবসার আইডিয়া এর মধ্যে কলা বাংলাদেশের সব জেলায়ই কম-বেশি জন্মে এবং বারোমাসই কলার প্রচুর চাহিদা থাকে। কারণ, বিশেষজ্ঞদের মতে, কলার মধ্যে রয়েছে প্রায় সব ধরণের পুষ্টি উপাদান। আর কলা কাঁচা ও পাকা দুই অবস্থায় খাওয়া যায়। বিজনেস আইডিয়া চাপা কলা চাষ করতে ১৫ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়। সকল খরচ খরচা বাদ দিয়ে ৩৩ শতক জমি থেকে বছরে ৭০ থেকে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব। কলা সুস্বাদু সহজলভ্য ও পুষ্টিকর ফল। প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী পাকা কলায় ৬২.৭ গ্রাম জলীয় অংশ, ০.৯ গ্রাম খনিজ, ০.৪ গ্রাম আঁশ, ৭.০ গ্রাম আমিষ, ০.৮ গ্রাম চর্বি, ২৫.০ গ্রাম শর্করা, ১৩.০ মি.গ্রা. ক্যালসিয়াম, ০.৯ মি.গ্রা. লৌহ, ০.১ মি.গ্রা. ভিটামিন বি-১, ০.০৫ মি.গ্রা. ভিটামিন বি-২, ২৪ মি.গ্রা. ভিটামিন সি ও ১০৯ কিলোক্যালরী খাদ্যশক্তি রয়েছে। পাকা কলা ফল হিসাবে সবার নিকট সমাদৃত, আবার কাঁচা কলার ভর্তা, ভাজি, তরকারী ও চপ অনেকের প্রিয় খাদ্য। কাঁচা কলা ডায়রিয়ায় ও পাকা কলা কোষ্ঠকাঠিণ্যতা দূরীকরণে ব্যবহার করা হয়। কলার থোর/মোচা এবং শিকর ডায়াবেটিস, আমাশয়, আলসার ও পেটের পীড়া নিরাময়ে ব্যবহৃত হয়।
নতুন প্রতিবেদন পেতে:
YouTube Channel: http://www.youtube.com/c/কৃষিকথা
Facebook Page: https://www.facebook.com/HatBazarEcommerce
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম:
Email: krishikotha.ltd@gmail.com
Mobile: 01799909122 (বিকাল ৫টা থেকে রাত ১০ টা)
উদ্যোক্তার সাথে যোগাযোগের ঠিকানা:-
উদ্যোক্তার নাম: মোঃ লুৎফর রহমান।
গ্রাম: শাহাপুর, উপজেলা: মণিরামপুর, জেলা: যশোর
সতর্কতাঃ
শুধুমাত্র YouTube এ প্রতিবেদন দেখে কলা চাষ ব্যবসা শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে অথবা কৃষি অফিসের পরামর্শ নিয়ে শুরু করা উচিত।
#কলাচাষ
#চাষপদ্ধতি
#ব্যবসারআইডিয়া
#BananaFarming
#KrishiKotha
#youtubevideo
#farming
#agriculture
#viralvideo