শানে দরবারে কাগতিয়া,
ভলিউম-৭৩ (সম্পূর্ণ)
পরিবেশনায়ঃ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম,এ মাদ্রাসার ছাত্র বৃন্দ ও হামদ্- নাত পরিষদের সদস্যবৃন্দ।
প্রকাশনায়ঃ মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
(একটি অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন)
____________________________________________________________________________________________________________________________________________________________
🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মনোগ্রামের
তাৎপর্যঃ
এটি একটি ঐতিহাসিক মনোগ্রাম । 'আল্লাহ' শব্দে অঙ্কিত এ মনোগ্রামটির আল্লাহ শব্দের ভিতরে ৭টি বৃত্তাকার বলয় রয়েছে। যার মাধ্যমে দেখানো হয়েছে মানব দেহস্ত সাত টি লতিফা।
📌 (১) ক্বলব
📌 (২) রুহ্
📌 (৩) ছির
📌 (৪) খপি
📌 (৫)আখফা
📌 (৬)নফস্
📌 (৭)আনাছারে আরবা ( বাদ,নার,মা,খাক)। যা প্রকৃতপক্ষে সাত আয়াত বিশিষ্ট সূরা ফাতেহা যুক্ত আল কোরআনে বর্ণিত সাত আকাশেরই প্রতিচ্ছবি। মনোগ্রামে চিত্রায়িত হয়েছে সৃষ্টির নিম্ন স্তর থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক পূর্ণাবয়ব রেখা চিত্র। যা মিরাজ রজনীতে হযরত নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সংঘটিত দীঘল সফরের ইতিবৃত্ত। মনোমুগ্ধকর এই নকশায় রয়েছে মানবজাতির স্বার্থকতার পূর্নাঙ্গ গাইডলাইনের এক রুপক চিত্র।
🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মূলনীতিঃ
📌 আহলে সুন্নাত ওয়াল জামআত আক্বিদা ভিত্তিক আক্বিদা পোষণ করা।
📌 সদস্যদের মধ্যে পারস্পরিক মুহাব্বাত স্থাপন করা।
📌 সাংগঠনিক ঐক্যের ভিত্তিতে সুশৃঙ্খল পদ্ধতিতে এশায়াতের দিকে অগ্রসর হওয়া।
📌 খুলুছিয়তের ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা।
📌 আল্লাহ ও হযরত নবী করীম (সাঃ) এর সন্তূষ্টিজনক চরিত্র দ্বারা চরিত্রবান হওয়া।
🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
📌 আধ্যাতিক বিকাশের মাধ্যমে বিপথগামী যুবকদের সেরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করে আহলে সুন্নাত ওয়াল জামআত এর উপর প্রতিষ্ঠিত রাখা।
📌 যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ দেওয়া।
📌 সৎ কাজে উৎসাহিতকরণ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা।
📌 অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সমাজকে রক্ষা করা।
📌 পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত করা।
🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কর্মসূচি সমূহঃ
📌 মসজিদ ভিত্তিক মাসিক মাহফিল বাস্তবায়ন করা।
📌 শাখা ভিত্তিক এশায়াত মাহফিল আয়োজন করা।
📌 শিক্ষাঙ্গন ভিত্তিক এশায়াত সেমিনার আয়োজন এবং সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা।
📌 পাঠাগার ভিত্তিক সহীহ কোরআন ও নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
📌 নগর ভিত্তিক 'এশায়াত সম্মেলন','গাউছুল আজমঞ কনফারেন্স','তরিক্বত কনফারেন্স' ইত্যাদি বাস্তবায়ন করা।
📌 সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক মাসিক 'ফজলে আহমদী' ও বিভিন্ন প্রকাশনের মাধ্যমে তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।
🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর প্রকাশনাঃ
📌 হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে বিশেষ স্মরণিকা 'আল হাবীবু মা'আল হাবীবে ফিল ইস্রা'
📌 তোহফায়ে আহমদী।
📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত আল্লাহ প্রাপ্তির সহজ পথ।
📌 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য।
📌 এশায়াত কি ও কেন?
📌 এইতো হেরার নূর-পূর্ণাঙ্গ বিধান মুকুর।
📌 কাগতিয়ায় সেই মহান মোর্শেদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।
📌 মনোগ্রামে সেরাতুল মোস্তাকিম।
📌 মুক্তির পয়গাম।
📌 বাগে আহমদী।
📌 যুগে যুগে গাউছুল আজমের ধারাবাহিকতায় কাগতিয়ার মহান মোর্শেদ গাউছুল আজম।
📌 তরিক্বত জীবন।
📌 রদ্দে এলান।
📌 রদ্দে আন-নূর।
📌 যুগে যুগে গাউছুল আজমের আগমন (ফতোয়া)।
📌 মনিরুল উছুল ফি এছবাতে খলিফাতির রাসূল (খলিফায়ে রাসূল)
📌 জমানার বিস্ময়কর তাপস্বী রমণী।
📌 বিশেষ স্মরণিকা-২০০৯।
📌 বিশেষ বুলেটিন-২০০৯।
📌 আল মোস্তাকিম।
📌 এছাড়াও সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক ফজ্লে আহমদী নিয়মিত প্রকাশিত হচ্ছে।
🌟 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বাৎসরিক মাহফিল সমূহঃ
📌 ০৯ মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল।
📌 ১১ রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল।
📌 ১০ রবিউস সানি দিবাগত রাত পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল।
📌 ২৫ রজব দিবাগত রাত পবিত্র মিরাজুন্নবী( সাঃ) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল
📌 ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত মাহফিল।
📌 ০৩রা রমজান ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল।
📌 প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল (বাদে আছর হতে)।
🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর আহ্বানঃ
📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায় রসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিক্বত একটি তাওয়াজ্জুহ বিশিষ্ট সিলসিলা যা বর্তমান বিশ্বে বিরল।
📌 অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে প্রকৃত পীর-অলিরাই যে যে সুন্দর পথ ও আলো দেখাতে সক্ষম তার'ই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।
📌 আসুন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর এর একমাত্র খলিফা হযরত শায়খ ছৈয়দ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সিনার অপূর্ব নিয়ামত গ্রহণপূর্বক এ আধ্যাত্মিক সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সুনিশ্চিত করি। আমিন, ছুম্মা আমিন।
🌟🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ 🌟🌟
(একটি অরাজনৈতিক,তরিক্বত ভিত্তিক,আধ্যাত্মিক সংগঠন)
https://www.kagatiaaliadarbar.org/
প্রধান কার্যালয়ঃ
মুনিরীয়া আহমদিয়া তবলীগ কমপ্লেক্স,
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ,
বিনাজুরী , রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
#fayejequran #Quran #kagatia #mahfil #mahfeel #eid #কাগতিয়া #হাদিস #কোরআন #নাত #মাহফিল #গজল #news #নিউজ #fyp #for #foryou #foryoupage #viral #reels #shorts #Bangladesh