যারা রমজান টার্গেট করে কাঞ্চনসহ বিভিন্ন শসা লাগাবেন, তারা যাতে ভালো ফলন পান, তাই শসা চাষের বিশেষ পরিচর্যা আলোচনায় তুলে ধরা হয়েছে। এছাড়া শসা চাষে যারা নতুন, তাদের জন্য শসা চাষের কিছু বেসিক বিষয় আলোচনা করা হয়েছে।
নিয়মিত ফসলের চিকিৎসা ও কৃষি পরামর্শ পেতে যুক্ত থাকুন ই-কৃষি ক্লিনিক ফেসবুক পেইজে।
#শসা #বিশেষ #পরিচর্যা #কাঞ্চন #কৃষি #ফলন #ভালো #ভালো #ekrishiclinic