MENU

Fun & Interesting

দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। চককদমতলা। হাওড়া জেলার অন্তর্গত ডোমজুড় উত্তর ঝাপরদহ।নতুন মন্দির।কাজ চলছে।

J. Roy 199 3 weeks ago
Video Not Working? Fix It Now

এই ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ চক কদমতলা উত্তর ঝাপরদহ হাওড়া জেলার অন্তর্গত ডোমজুড় অবস্থিত। এই মন্দির নতুনভাবে গড়ে উঠছে শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ ভাবের উত্তরকালীন প্রবক্তা শ্রী অন্নদা ঠাকুরের মহান পরম পরা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এই সংঘ সাধারণত আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং অনাথ ও দুঃস্থ বালকদের জন্য অনাথ ও দুষ্ট বালিকা দের জন্য বিদ্যা বিদ্যা দের জন্য পৃথক পৃথক সাধক সাধক ও সাদিকা আশ্রম। স্বামী পুত্র হীনা বিধবা মেয়েদের জন্য মাতৃ আশ্রম। অতিথি ভবন, দাতব্য চিকিৎসালয়, বৃদ্ধাশ্রম, এক্সরে ইসিজি ক্লিনিক সমবায়ী জান নানা সেবামূলক ও আধ্যাত্মিক কাজের মধ্যে যুক্ত থাকে এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে। এখানে 32 বিঘা জমির উপরে কাজ চলছে। মন্দির তৈরি হয়ে গিয়েছে এবং মন্দিরের নিত্য পূজা ও সেবা করা হয়। তাই এই ব্লগটা দেখার পর আপনারা এখানে এসে একদিনের জন্য ঘুরে যেতে পারেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোনে আপনারা ফোন করে কন্টাক করে আসবেন। গ্রাম্য পরিবেশে মুক্ত বায়ু ও মনোরম পরিবেশে আপনারা ঘুরে যাবেন খুব সুন্দর ভাবে এই আদ্যাপীঠ গড়ে উঠছে হাওড়ার উত্তর ঝাপরদহ এ চক কদম তলায়।এখানে আসতে সবচেয়ে সুবিধা হল হাওড়া থেকে 63 নম্বর আর রবীন্দ্র সদন থেকে কে 11 করে ডোমজুড়ে আসবেন ডোমজুড়ে নেবে আপনারা টোটো করে চলে আসবেন চক কদমতলায় চক কদম তলায় কিন্তু এখনো কোনো অটো ব্যবস্থা নেই আপনাকে রিজার্ভ করে যেতে হবে এই মন্দিরে। এই মন্দির কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন এর মধ্যে আছে। মন্দির দর্শন করতে পারেন কিন্তু থাকার এখনো ব্যবস্থা গড়ে ওঠেনি। এই ব্লক টা দেখার পর যদি ভালো মনে করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার যোগাযোগ ফোন নাম্বার: ৮০১৭৫৫১০৮২ #দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ #উত্তর ঝাপরদহ #ডোমজুড় #হাওড়া #চক কদমতলা #মন্দির #travel #vlog #kolkata *********************** কি ওয়ার্ড দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ চক কদমতলা উত্তর ঝাপরদহ ডোমজুড় হাওড়া জেলা নতুন মন্দির ...................................... দর্শকদের উদ্দেশ্যে বার্তা:- এই ভিডিওর মাধ্যমে আপনি যা দেখবেন সব বিনোদনের জন্য এই ভিডিও যা কিছু নেয়া হয়েছে ইন্টারনেট গ্রন্থ পত্রিকা ও অঞ্চল লোকের মাধ্যমে যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে দায়ী থাকিবো না।@JRoy-wx8of

Comment