প্রেমের টানে বিয়ে করে ,মিথ্যে মামলার শিকার হয়ে , ছেলে জেলে, স্বপরিবারে মামলার আসামী।
কালিহাতী থানা ধিন, পর্কি মাইজবাড়ী গ্রামের, মফিজ মিয়ার ছেলে, আকাশ মিয়া (তামিম) এমন ঘটনার শিকার।
সফিপুর থানাধীন , আকতার হোসেনের মেয়ে, বুশরা আকতার , তিন বৎসর চলমান সম্পর্কের জেরে, বিয়ের বন্ধ না বন্ধন, দুজন পালিয়ে বিয়ে করেন, যে বিষয়টি, মেয়ের মা, নারী শিশু নির্যাতন ও অপহরণ নামে মিথ্যে মামলা দায়ের করে, ছেলে সহ পরিবারের স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে হয়রাণী করে আসছে।
একাধিকবার মেয়েকে ফেরত দেওয়া হলেও, স্বেচ্ছায় ছেলের বাটিতে চলে আসে, যে কারণে বারবার আইনের জটিলতায় ছেলের পরিবারকে মিথ্যে হয়রানি করে আসছে ।
বিস্তারিত সরাসরি, স্বেচ্ছায় চলে আসা মেয়ের মুখে,
অপরাধ প্রকাশ খোরশেদ আলম , 01781289261,
09/03/25