MENU

Fun & Interesting

সাইট্রাসের ডাইব্যাক

Mithu's Plant 920 3 years ago
Video Not Working? Fix It Now

সাইট্রাসের ডাইব্যাক একটি জটিল সমস্যা সারা পৃথিবীতে। যতটা সম্ভব ভিডিওতে বলার চেষ্টা করেছি। যা বলা হয়নি সেটি হল সাইট্রাস অত্যন্ত খাদ্য প্রিয় উদ্ভিদ। রোগ বিহীন সুস্থ্য গাছের জন্য নিয়মিত খাদ্য প্রয়োগ করতে হয়। নাইট্রোজেন, টি এস পি, পটাশ, জিপসাম ছাড়াও এর জন্য মলিবডেনাম, বোরন, জিংক ও কপার এর জন্য বিশেষ ভাবে প্রয়োজন। Twig ডাইব্যাক এর ক্ষেত্রে চিলিটেড জিংক পাতায় স্প্রে করে দিতে হবে। ফলন্ত অবস্থায় বোরন প্রতি মাসে পাতায় স্প্রে করে দিতে হবে। না হলে ফল শক্ত হয়ে যেতে পারে। মলিবডেনাম আলাদা ভাবে পাওয়া যায় না। তবে বাজারে মলিবডেনাম সমৃদ্ধ তরল সার/ ভিটামিন পাওয়া যায়। ইদানীং USA এর বিজ্ঞানীরা ডাইব্যাকের জন্য একটি জীবানু কে দায়ী করছেন, সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাইনি। তাই বলা যায় সব কিছু অনুসরন করেও শতভাগ মুক্তির গ্যারান্টি কিন্তু নেই।

Comment