MENU

Fun & Interesting

কোন যত্ন লাগবে না অথচ সারা বছর ফুল দেবে, আপনার যদি বড় ছাদ হয় অবশ্যই বসান কিছু চাঁপা ফুলের গাছ

Green Friends 79,806 3 years ago
Video Not Working? Fix It Now

#Green_friends_rooftop_garden এমন একটি ফুল গাছের কথা আছে উল্লেখ করলাম সেটা অনেকেই পছন্দ করেন। পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে তবে একটা সময় আমার নিজেরই পছন্দের তালিকায় ছিল না এই গাছটি। আজ অবশ্যই সেরা সেরা তালিকায় আমার ছাদ বাগানে জায়গা করে নিয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন গন্ধের এই কাঁঠালিচাঁপা গাছটি । আমরা দিনে দিনে ব্যস্ততা বাড়ছে সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হল নিজেদের সমস্ত কাজ কর্মের দিকে খেয়াল রাখা এবং প্রত্যেকের কাছে শখের জিনিস বাগান আছে সে বাগানকে আরো ভালো করে দেখভাল করার। তাই গাছের যত্ন সেই ভাবে নেওয়া হয়না কিন্তু এরকম করলে তো চলবে না গাছকে তাদের যে যতটুকু প্রয়োজন সেটুকু করতেই হবে না হলে ভালো বাগান করা সম্ভব নয় এমন অবস্থায় এমন একটি গাছ নিয়ে এলাম যে গাছ কিন্তু বিনা যত্নে বড় হবে বিনা যত্নে সুন্দর সুন্দর ফুল দেবে এবং আমাদের বাগান ভরিয়ে রাখবে ফুলে ফুলে একবার ফুল ফুটলে দুই থেকে আড়াই মাস ঠিক থাকবে এবং কন্টিনিউ ফুল দেবে কাছের গ্রহ গাছের চেহারা খুব ভালো ছাদ বাগানের বিভিন্ন প্রান্তে যদি বড় ছাদ হয় আপনার যদি আপনি সাজিয়ে রাখেন আলাদা রূপ নেবে এই গাছটি তাহলে এই গাছকে কেন আমরা যত্ন করব না আমাদের পছন্দের তালিকায় কেন রাখবো না এছাড়া ফুলে প্রচন্ড গন্ধ ও বিভিন্ন ধরনের রং যেটা এই মুহূর্তে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। সমস্ত নার্সারিতে এই ফুলের গাছ পাওয়া যায় যত্ন না করলেও সাধ্যের মধ্যে এই কাজ থাকবে। ঘন ঘন টব পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। ঘন ঘন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই মাসে একবার খাবার দিলেই যথেষ্ট মিক্স খাবার শীতের সময় পাতা পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় যদি খাবারের পরিমাণ ঠিক থাকে তাহলে শীতের সময়ে গাছে পাতা ঝরবে না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর সব সময় এই চ্যানেলটি সঙ্গে থাকুন রোজ দুপুর একটায় নতুন ভিডিও আস আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান করা আপনার পক্ষে সম্ভব হবে আপনার পক্ষে বাগান করতে যে অসুবিধা হচ্ছে আমাদেরকে লিখে জানান অবশ্যই গ্রুপের সঙ্গে থাকুন নতুন করে গাছ তৈরি করার চেষ্টা করুন।

Comment