#mithilakhandaker #EqualityForAll #MaleMentalHealth
ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, ছেলেরা কাঁদতে পারে না। আবেগ দেখানো দুর্বলতার লক্ষণ। কিন্তু এটি কি সত্যিই ঠিক? পুরুষদের আবেগ প্রকাশের অধিকার কি নেই? এই ভিডিওতে আমরা আলোচনা করব, কীভাবে সমাজের গেঁথে দেওয়া কিছু ভুল ধারণা পুরুষদের উপর অযথা চাপ সৃষ্টি করছে। একই সাথে বোঝার চেষ্টা করব, নারীবাদ এবং পুরুষের অধিকার কি সত্যিই বিপরীত নাকি সমতার জন্য উভয়ই গুরুত্বপূর্ণ? আমাদের মতামত জানাতে কমেন্ট করুন, এবং শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ বার্তাটি!
- মিথীলা খন্দকার
ব্যাচেলর অব সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়
এমএস ইন কাউন্সেলিং সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়
কনসালটেন্ট সাইকোলজিস্ট, লাইফস্প্রিং
অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে WhatsApp করুনঃ
01333-405811 | প্রতিদিন সকাল ৯টা – রাত ১০টা
☝️ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নতুন সব ভিডিও পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
🥰https://www.youtube.com/@UCMDNo78XIcuhqzPhGBGImpA
Branding consultant:
💼 Rogi Seba
https://rogiseba.com/