ছাদ বাগান সংক্রান্ত চ্যানেল "Rup Roof Garden" এ আপনাদের স্বাগত জানাই | আজকের ভিডিও আর বিষয় হলো - #লঙ্গন গাছের প্রতিস্থাপন ও টবে #Longon গাছ করার জন্য সেরা মাটি তৈরী করবো কিভাবে?
মনে রাখতে হবে ছাদ বাগানে সফলতা পেতে গেলে বেসিক কয়েকটা জিনিস এর উপরে গুরুত্ব দিতে হবে। তারপর মধ্যে হলো - টব নির্বাচন, আদর্শ মাটি তৈরী, ভালো জল নিকাশী ব্যবস্থাপনা। এই জিনিস গুলিতে সামান্য ভুল করলে, আপনার শখের গাছের গ্রোথ ঠিক মতো হবেনা। আবার গাছ টি মারাও যেতে পারে।
আজ এর ভিডিও টি মন দিয়ে দেখলে জানতে পারবেন - যে নতুন একটি গাছ নার্সারী থেকে এনে রোপন করার সময় কি কি করতে হবে? আর কি কি করা যাবে না।
আজ আমি রোপন করবো white longan ও all season longan বা 4 season longan
#Longan
#লঙ্গন
#whiteLongan
#AllSeasonLongan
#4SeasonLongan
#DragonEyeFruit
#AromaDurianLongan
#RupRoofGarden
#BestSoilForLonganPlant